Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক কল্যাণ তহবিলে ১৩ কোটি টাকা দিলো ‘বিএটি’ ও নেসলে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৭

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৩ কোটি টাকা জমা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিটিএ) এবং নেসলে বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর হাতে কোম্পানির দু’টির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ১১ কোটি ১০ লাখ ১ হাজার ৫৭৫ টাকার চেক সচিবের নিকট হস্তান্তর করেন।

অন্যদিকে, নেসলে বাংলাদেশের ফাইনান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টর নমিত মিত্রর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল কোম্পানির গত অর্থ বছরের লভ্যাংশের ১ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৮১০ টাকার একটি চেক দেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ তহবিল থেকে প্রতিষ্ঠানিক-অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সহায়তা করা হয়। বর্তমানে এ তহবিলে প্রায় ৬০০ কোটি টাকা বেশি জমা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান মেহেদী আরিফ মোজাম্মেল, নেসলে বাংলাদেশের করপোরেট  অ্যাফেয়ার্স ডিরেক্টর নকিব উদ্দিন খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

নেসলে বিএটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শ্রমিক কল্যাণ তহবিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর