Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের চতুর্দশ অধিবেশন শেষ, পাস হয়েছে ৯টি বিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ০১:০৭

ঢাকা: একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি ঘোষণার আগে জানান, এই অধিবেশনে কার্যদিবস ছিল সাতটি। অধিবেশনে নয়টি বিল পাস হয়। চারটি সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়।

বিজ্ঞাপন

অধিবেশনে ৭১ বিধিতে ৩১টি নোটিশ পাওয়া যায়। তবে এর মধ্যে একটিও আলোচনা হয়নি।

এছাড়া প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ২৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি জবাব দেন ১৬টির। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৫৮৪টি। মন্ত্রীরা ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।

অধিবেশন শেষের আগে ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের ভিডিওচিত্র অধিবেশন কক্ষের স্ক্রিনে দেখানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও

চতুর্দশ অধিবেশন টপ নিউজ পাস বিল শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর