Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পেটে ব্যাথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে।

বিজ্ঞাপন

ইকবাল সিদ্দিকী আরও জানান, বঙ্গবীর এখন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আশু সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/এজেড/একে
বিজ্ঞাপন

আরো