Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব স্কুল খুললেও বন্ধ ছিল আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০৪:৫০

সুনামগঞ্জ: করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পর সারা দেশের সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও খোলেনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তালাবদ্ধ থাকায় অনেক শিক্ষার্থী এসে বিদ্যালয় বন্ধ ভেবে ফিরে চলে গেছে। এদিন কোনো শিক্ষক বিদ্যালয়ে আসেননি, এমনকি টানানো হয়নি জাতীয় পতাকাও।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা দুপুর ১টায় সরেজমিনে আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ দেখতে পান। এসময় স্থানীয় সংবাদ কর্মী এম এ মোতালিব ভূঁইয়া তালাবদ্ধ স্কুল নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করলে ক্ষুব্ধ হন বিদ্যালয়ের শিক্ষকরা। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন স্থানীয় সংবাদকর্মীর মোবাইলে কল দিয়ে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিকেলে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই সংবাদকর্মী।

স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় তালাবদ্ধ থাকায় অনেক শিক্ষার্থীকে বইখাতা নিয়েও বিদ্যালয় আঙিনা থেকে বাড়িতে ফিরে যেতে হয়েছে। এমনকি কোন শিক্ষককে তারা বিদ্যালয়ে আসতে দেখেননি। সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকরা বিদ্যালয় বন্ধ রেখেছেন।

স্থানীয় সংবাদকর্মী এম এ মোতালিব ভূঁইয়া বলেন, ‘আমি খবর পেয়ে সংবাদ সংগ্রহে দুপুরে আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ দেখতে পেয়ে ফেসবুকে লাইভ দেই। এর কিছুক্ষণ পরই সহকারী শিক্ষক আল আমিন আমাকে কল দিয়ে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।’

বিজ্ঞাপন

আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া বলেন, ‘বিদ্যালয় খোলা হয়েছে। সাংবাদিকের সঙ্গে সহকারী শিক্ষক আল আমিনের মোবাইল ফোনে অসদাচরণের বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করছি ‘

দোয়ারা বাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার বলেন, ‘বিদ্যালয় তালাবদ্ধ রাখার খবর পেয়েছি। আমরা এবিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেবো।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘সংবাদকর্মীকে হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবো।’

সারাবাংলা/এমও

আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় করোনা মহামারি টপ নিউজ প্রাথমিক বিদ্যালয় স্কুল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর