৯/১১ হামলার নথি প্রকাশ করল এফবিআই
১২ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:২০
নিউইয়র্কের টুইন টাওয়ার বা ৯/১১ হামলার ঘটনায় তদন্তের নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ওই হামলায় জড়িত বিমান ছিনতাকারী দুই সৌদি নাগরিককে সহায়তার বিষয়টি ১৬ পৃষ্ঠার ওই নথিতে উল্লেখ করা হয়েছে। এই প্রথম ৯/১১ হামলার ঘটনায় কোনো তদন্ত প্রতিবেদেন প্রকাশ করল যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা।
শনিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় সৌদি নাগরিকদের সহযোগিতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে এর সঙ্গে সৌদি সরকারের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করার পর বহু বছর ধরে গোপন থাকা তদন্ত প্রতিবেদেনটি প্রথমবারের মতো জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
সম্প্রতি সময়ে ৯/১১ হামলায় নিহত পরিবারগুলো নথিটি প্রকাশ করার জন্য জো বাইডেনের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। এজন্য তারা মামলাও করেছিলেন। তাদের অভিযোগ, সৌদি আরবের প্রশাসন এই হামলার সঙ্গে জড়িত ছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই হামলায় জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক ছিল। এ তথ্য প্রকাশ হওয়ার পর পরই সৌদি আরবের বিরুদ্ধে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এছাড়াও হামলার দায় স্বীকারকারী সন্ত্রসী সংগঠন আল-কায়দার নেতা ওসামা বিন লাদেনও সৌদি রাজপরিবারের সদস্য।
যদিও সৌদি আরব দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত বুধবার ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস জানায়, এই প্রতিবেদন সৌদি আরবের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগের সমাপ্তি ঘটনাবে।
৯/১১ হামলায় সৌদি আরবের জড়িত থাকার অভিযোগটি ‘সম্পূর্ণ মিথ্যা’বলে জানিয়েছে দূতাবাস।
সারাবাংলা/এনএস