Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১১:০৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৭

ঢাকা: কেবল প্রথম দিন নয়, স্কুল-কলেজ খোলা থাকা অবস্থায় প্রতিটি দিনই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ক্ষেত্রে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা না হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি অবহেলাজনিত স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটে, যদি কোনো শিক্ষক-কর্মকর্তা স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে স্কুল-কলেজ খোলার পর রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন- মাউশিতে প্রতিদিন তথ্য পাঠাতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানকে

মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, তা দেখতে তিনি নিজেই আচমকা পরিদর্শনে বের হবেন। এ সময় যদি মাউশি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার বিষয়টি পরিলক্ষিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে তারাও শাস্তির আওতায় আসবেন।

ডা. দীপু মনি বলেন, আমরা বলে দিয়েছি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিদিন চেকলিস্ট পূরণ করে তথ্য পাঠাতে হবে। আমরাও কঠোরভাবে বিষয়টি মনিটরিং করব।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ নিয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এখানে স্থানীয় জনপ্রতিনিধিসহ অভিভাবকদেরও ভূমিকা প্রয়োজন। যে কেউ কোথাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম দেখলে আমাদের জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এনে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি বাড়লে প্রায় ১৮ মাস বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এর মধ্যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসতে শুরু করলে ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৫ সেপ্টেম্বর সচিবালয়ের মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে ডা. দীপু মনির সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে আজ ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/টিএস/এএম

দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর