Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ১২ দিন পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৬

বরিশাল: বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে বেড়াতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ ১২ দিন পর উদ্ধার হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, কচুরিপানার মধ্যে একটি মরদেহ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয়। কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে পচন ধরা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার (ফাহাদ) মরদেহ শনাক্ত করেন।

এর আগে, গত ২৭ আগস্ট বিকেলে বন্ধুদের সঙ্গে একটি ট্রলারে কীর্তনখোলা নদীতে নৌ ভ্রমণে গিয়েছিল ফাহাদ। এ সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

সারাবাংলা/একে

কীর্তনখোলা নদী বরিশাল মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর