Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার স্বাস্থ্য প্রতিবেদন কারাগারে পাঠিয়েছে ঢামেক


৩ এপ্রিল ২০১৮ ১৩:৪৫ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৩৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ড ওই প্রতিবেদন তৈরির পর মঙ্গলবার (৩ এপ্রিল) তা কারাগারে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সারাবাংলাকে বলেন,  ‘সোমবার (২ এপ্রিল) মেডিকেল বোর্ড আমাদের কাছে স্বাস্থ্য প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার সকালে প্রতিবেদনটি কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ’

এদিকে,মেডিকেল বোর্ডের প্রধান ডা. মো. শামসুজ্জামান জানিয়েছেন, সোমবার ( ২ এপ্রিল) খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রতিবেদন তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান ডা. মো. শামসুজ্জামান সারাবাংলাকে আরও বলেন, খালেদা জিয়াকে নতুন করে ওষুধ দেওয়া হয়েছে। এতে সুস্থ হয়ে উঠলে আপাতত কোনও পরীক্ষা দরকার হবে না।

যেসব স্বাস্থ্য পরীক্ষা দেওয়া হয়েছে সেগুলো কবে নাগাদ করা হবে-এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারাবাংলা/এসএসআর/জেডএফ

খালেদা জিয়া মেডিকেল বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর