Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের প্রতি লিটার ভোজ্যতেলের দাম বাড়ল ৪ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ২২:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফের লিটারপ্রতি চার টাকা বাড়ল ভোজ্যতেলের দাম। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আলোচনা করে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম পুনর্নির্ধারণ করেছে । দাম বাড়ার এই সিদ্ধান্ত সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ সাহা সারাবাংলাকে বিষযটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বিশ্বজিৎ সাহা সারাবাংলাকে, ‘রোববার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বাজারে সর্বোচ্চ ১২৯ টাকা দরে বিক্রি হবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা। পাঁচ লিটার বোতলের সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ৭২৮ টাকা। প্রতি লিটার খোলা পাম সুপারের দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত মে মাসে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১২৯ টাকা নির্ধারণ করা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ ও জনসাধারণের কথা বিবেচনা করে দাম চার টাকা কমিয়ে ১২৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের বৈঠকে মে মাসের নির্ধারিত দাম প্রতি লিটার ১২৯ টাকাই পুনর্নির্ধারণ করা হলো।’

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো