ধর্মীয় নেতারা মিথ্যা-বানোয়াট তথ্য দিলে ব্যবস্থা
২ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৭
ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় নেতারা যদি মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করেন, তাহলে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংসদে উত্থাপিত মহিলা আসন-৩১ এর সংসদ সদস্য মমতা হেনা লাভলীর এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ধর্ম ও ধর্মীয় মূল্যববোধের যথাযথ পরিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সাধারণ শিক্ষায় শিক্ষিত নাগরিকদের মধ্যে ইসলামের আলোকে সচেতনতা সৃষ্টির জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ পেশাজীবী শ্রেণীকে সম্পৃক্ত করে বিভিন্ন সময় সভা-সেমিনার আয়োজন করা হয়।
এছাড়াও জুমার প্রাক-খুতবায় এ বিষয়ে আলোচনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল খতিবকে অনুরোধ করা হয়। তিনি বলেন, তাছাড়া ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করা হলে স্থানীয় প্রশাসন/ আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে থাকে।
সারাবাংলা/এএইচএইচ/একেএম