সেনাবাহিনী-বিজিবির সঙ্গে জেএসএসের গোলাগুলি, আহত ২
১ সেপ্টেম্বর ২০২১ ২২:১০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৪
বান্দরবান: বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে জেএসএস (মূল)-এর ‘সন্ত্রাসী’দের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় জেএসএসের দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার সময় নাইক্ষ্যংছড়ি চাক পাড়া এলাকায় এক ঘণ্টারও বেশি এই গোলাগুলি চলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি চাক পাড়া এলাকায় সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে তাদের ওপর গুলি চালায় জেএসএস সন্ত্রাসীরা। এসময় সেনাবাহিনী, বিজিবিও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় সোয়া এক ঘণ্টা গোলাগুলি হয়। এসময় জেএসএসের (মূল) দু’জন সন্ত্রাসী আহত হন।
পরে বিকেল ৪টার সময় নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদের নেতৃত্বে সন্ত্রাসীদের আটক করার জন্য আটটি টহল দলের একটি বিশেষ অভিযান শুরু হয়।
নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার শাহ আবদুল আজীজ আহমেদ বলেন, ভবিষ্যতেও বান্দরবান জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। এ লক্ষ্যে বান্দরবান অঞ্চলের তত্ত্বাবধানে গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ এ ধরনের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সারাবাংলা/টিআর
গোলাগুলি জেএসএস (মূল) জেএসএস সন্ত্রাসী বিজিবি যৌথ অভিযান সেনাবাহিনী