Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুম-খুনের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করিনি: ডা. জাফরউল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১৪:১৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২১ ১৫:৩১

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, নিজেকে অপরাধী মনে হয়। লজ্জা পাই। কারণ এ দেশের জন্য আমারও অবদান আছে। আমরা গুম-খুনের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করিনি।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গুম-খুনের শিকার হওয়া স্বজনদের ফিরে পেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারুফা ইসলাম ফেরদৌসী।

গুম-খুনের তথ্য উদঘাটনের জন্য প্রধান বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিটি করার দাবি করেন ডা. জাফরউল্লাহ। একইসঙ্গে দেশে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যখন মারা গেছে তখন আওয়ামী লীগের কোনো নেতা কাঁদিনি। আমি কেঁদেছি।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ বলেন, ‘মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে। আমার ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব বিষয় অবশ্যই জানেন। কারণ তিনি প্রতিদিন ৮টি সংস্থার রিপোর্ট পড়ে থাকেন।’

সারাবাংলা/এএইচ/একে

গণস্বাস্থ্য গুম-খুন টপ নিউজ ডা. জাফরউল্লাহ মায়ের ডাক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর