Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রৌমারী সীমান্তে চোরাকারবারি-বিজিবি সংঘর্ষ, ৭ রাউন্ড গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২১ ১৮:৫৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২১ ২১:১২

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে সাথে বিজিবি’র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চোরাকাররিদের ছত্রভঙ্গ করেতে বিজিবি ৭ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে চোরাকারবারিদের কেউ হতাহত হননি। সংঘর্ষে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তের ১০৫৯-১০৬০ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ সংর্ঘষ ঘটে।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৫৯-১০৬০ নং আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশে (বাশেঁর তৈরি) আরকির মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে গরু পার করছিল। এসময় গয়টাপাড়া বিওপির টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা বিজিবির ওপর চড়াও হয়। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ও তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় চোরকারবারিরা পালিয়ে যান। এ ঘটনায় চোরাকারবারিদের ইটের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তাছির বিল্লাহ জানান, সীমান্তে বিজিবি’র সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে বিজিবি কোনো লিখিত অভিযোগ করেনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন সংঘর্ষ বিষয়ে বলেন, চোরাকাবারিরা বিজিবির টহল দলের ওপর হামলা করে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্ট করে। এসময় চোরাকারকারিদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। চোরাকারবারিদের ইট-পাটকেলের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

চোরাকারবারি বিজিবি বিজিবির সঙ্গে সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর