পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়ালেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট
২৪ আগস্ট ২০২১ ১৩:৩৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ ১৩:৩৯
তিউনিশিয়ায় পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি। গত মাসে অভ্যুস্থানের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রীসহ পুরো পার্লামেন্ট স্থগিতে করেন প্রেসিডেন্ট সাইয়েদ। খবর আলজাজিরা।
সোমবার (২৩ আগস্ট) দেশটির পার্লামেন্ট সদস্যদের কার্যক্রমও স্থগিত করেছেন কাইস সাইয়েদ। তিনি খুব দ্রুতই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত মাসে দেশটির পার্লামেন্টে হস্তক্ষেপের পর এখন পর্যন্ত দেশটির নতুন কোনো প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেননি প্রেসিডেন্ট সাইয়েদ। এমন কি পশ্চিমা মিত্রসহ দেশটির শন্তিশালী সংগঠন দ্য তিউনিশিয়ান জেনারেল লেবার ইউনিয়নের (ইউজিটিটি) দাবি অনুযায়ী এ বিষয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করেননি তিনি।
এ বিষয়ে প্রেসিডেন্ট সাইয়েদ বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তার এ ধরেন হস্তক্ষেপের প্রয়োজন ছিল।
দুঃশাসন, দুর্নীতি, রাজনৈতিক অচল অবস্থা ও করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিপর্যস্ত তিউনিশিয়ায় তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন বলেন মনে করা হচ্ছে।
সারাবাংলা/এনএস