Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে হামলা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ ছিলো: উপাচার্য

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১৮:৫৪

ঢাকা: ২০০৭ সালে সেনাবাহিনীর হাতে শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ চালানো হয়েছিল।’

সোমবার (২৩ আগস্ট) দুপুরে ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২০০৭ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনা ক্যাম্প স্থাপনের অনুমতি দেওয়ার ঘটনাকে প্রাতিষ্ঠানিক দায়িত্বহীনতার চরম বহিঃপ্রকাশ উল্লেখ করে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘সেসময় ক্যাম্পাসে সেনা ক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটি ছিলো প্রাতিষ্ঠানিক চরম দায়িত্বহীনতা।’

এসময় ২০০৭ সালের সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য। তিনি বলেন, ‘গণবিচ্ছিন্ন কিছু মানুষ ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অগণতান্ত্রিক পন্থায় সেদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সম্মিলিত প্রতিবাদের মুখে ক্ষমতালিপ্সু সেই অপশক্তি পিছু হটতে বাধ্য হয়েছিল এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছিল।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কারা নির্যাতিত শিক্ষক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, কারা নির্যাতিত ছাত্র মানবেন্দ্র দেব ও মো. তৈয়ব আলী, ছাত্রনেতা মো. সাদ্দাম হোসেনসহ অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৭ সালে সেনাবাহিনীর হাতে শিক্ষার্থী নির্যাতনের পর থেকে প্রত্যেক বছর ২৩ আগস্ট তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

সারাবাংলা/আরআইআর/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে হামলা মো. আখতারুজ্জামান সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর