Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক মাধ্যমে বিভিন্ন অনৈতিক কাজে সম্পৃক্ত পরীমনি: সিআইডি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৪:২৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ১৬:৩৩

চিত্রনায়িকা পরীমনি (ফাইল ছবি)

ঢাকা: নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্তরালে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার আগে রিমান্ডে থাকাকালে তাকে জিজ্ঞাসাবাদে এসব প্রমাণ পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নি.) কাজী গোলাম মোস্তফা গত ১৬ আগস্ট আসামি পরীমনির আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করেন। ওই রিমান্ড আবেদনে এসব কথা উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমনির উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে পরীমনি জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রিমান্ড আবেদন থাকায় আদালত তা পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন।

ওই রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, পরীমনিকে রিমান্ডে পাওয়া গেলে মাদক ব্যবসায়ী মূল হোতাদের গ্রেফতার, মাদকদ্রব্যের অবৈধ উৎসসহ অপরাপদের সন্ধান পাওয়া সম্ভব হবে। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্তরালে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে জানান তদন্ত কর্মকর্তা।

এর আগে পরীমনিকে রিমান্ডে নিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের শেষ দিকে আসামি মামলার ঘটনা ও ঘটনার নেপথ্যে মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তার দেওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরীমনিকে ইতিপূর্বে আদালতের আদেশে পুলিশ রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য দিয়েছে তা সঠিকতাসহ মাদক ব্যবসার মূল হোতাদের গ্রেফতার, মাদকদ্রব্যের মজুদ উদ্ধারসহ মাদক ব্যবসার পিছনে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করার জন্য পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলেও ওই রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর কয়েকদফা রিমান্ডে শেষে পরীমনি কারাগারে আটক রয়েছেন।

সারাবাংলা/এআই/এনএস

অনৈতিক কাজ পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর