Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে করোনা নেগেটিভ শাওন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় তিন সপ্তাহ পর করোনা নেগেটিভ হয়েছেন অভিনেত্রী, গায়িকা ও পরিচালক মেহের আফরোজ শাওন। তিনি তার ফেসবুক আইডিতে ‘নেগেটিভ’ লিখে এক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে খবরটি জানিয়েছেন। এ খবরে তার ভক্ত, অনুরাগীরা শুভকামান ও ভালোবাসা জানিয়েছেন কমেন্ট বক্সে।

গত ৩০ জুলাই শাওন এবং ২ আগস্ট তার বড় ছেলে নিষাদ হুমায়ূনের করোনা পজিটিভ আসে। শাওন প্রতিক্ষেত্রেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খবরগুলো জানিয়েছিলেন।

এবার নিজের নেগেটিভ হওয়ার খবর জানালেও সন্তানের ব্যাপারে কিছুই জানাননি শাওন।

অনেক দিন অভিনয়ের দেখা না গেলেও সম্প্রতি গানে সরব হয়েছেন শাওন। কিছুদিন আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রকাশ করেছেন হাছন রাজার বিখ্যাত গান ‘নেশা লাগিল রে’। অবশ্য কপিরাইট লঙ্ঘনের অভিযোগে এর আগে একই জুটির আরেকটি গান সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেডএস