Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীতে ঢুকতে ইন্দোনেশিয়ায় ‘টু ফিঙ্গার টেস্ট’ বাতিল

রোকেয়া সরণী ডেস্ক
১৩ আগস্ট ২০২১ ২১:৩৩

ঢাকা: ইন্দোনেশিয়ায় সৈন্যবাহিনীতে প্রবেশের জন্য নারী ক্যাডেটদের নৈতিকতার প্রমাণ দিতে হতো এতদিন। এ জন্য দিতে হতো সতীত্বের পরীক্ষা। মেয়েদের সতিচ্ছদ পর্দা অক্ষুণ্ণ আছে কিনা তা দেখার জন্য তাদের টু ফিঙ্গার টেস্টের মধ্যে দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। মানবাধিকার কর্মীদের দীর্ঘ আন্দোলনের মুখে বাতিল হলো অবমাননাকর এ নিয়ম।

বুধবার (১২ আগস্ট) ইন্দোনেশিয়া আর্মিপ্রধান এক ঘোষণায় এই নিয়ম বাতিল করেন। নারীর জন্য উলটো অসম্মান ও আতঙ্কের এই পরীক্ষা বাতিলের জন্য সেদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বিভিন্ন মানবাধিকার সংস্থা।

বিজ্ঞাপন

সেনাপ্রধান আন্দিকা পারকাসা গণমাধ্যমে বলেন, ‘এই পরীক্ষার মাধ্যমে মেয়েদের সতীচ্ছেদ পর্দা পুরোপুরি বা আংশিক অটুট কি-না তা দেখা হতো যা এখন থেকে বাতিল বলে ঘোষণা করা হলো।’

এতদিন মেয়েদের চারিত্রিক শুদ্ধতা বজায় আছে কি-না দেখতে এই পরীক্ষা করা হতো।

এর আগে, গতমাসে সেনাপ্রধান এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, সেনাবাহিনীতে প্রবেশের জন্য ছেলে-মেয়ে উভয়কেই একইরকম নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিৎ। সৈনিক নিয়োগের ক্ষেত্রে ভার্জিনিটি টেস্ট বা সতীত্ব পরীক্ষা অপ্রয়োজনীয় তাই এটি বাদ দেওয়া উচিৎ। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই গত সপ্তাহে এমন সিদ্ধান্ত আসে।

এদিকে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো যারা বলে আসছিল এর মাধ্যমে মেয়েদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়। ইন্দোনেশীয় হিউম্যান রাইটস ওয়াচের গবেষক অ্যান্দ্রেয়াস হ্যারসনোর মতে অবমাননাকর, বৈষম্যমূলক এবং ট্রমাটিক এই আইন বাতিল করাই সঠিক।

ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা দূর করা বিষয়ক জাতীয় কমিশন প্রধান অ্যান্ডি ইয়েনত্রিয়ানির মতে এটি ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটি পরীক্ষা। তবে সেনাবাহিনী বাতিল করলেও ইন্দোনেশিয়ার নেভি ও এয়ারসোর্স এখনও মেয়েদের জন্য টু ফিঙ্গার টেস্ট বাতিল করেছে কি-না জানা যায়নি। সে দেশের কিন্তু জাতীয় পুলিশ বাহিনী ২০১৫ সালেই এই পরীক্ষা বাদ দেয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৈজ্ঞানিকভাবে নারীর সতীত্বের সঙ্গে হাইমেন বা সতীচ্ছদ পর্দার কোনো সম্পর্ক নেই বলেই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হিউম্যান রাইটস ওয়াচ সতীচ্ছদ পর্দা আছে কি-না দেখতে টু ফিঙ্গার টেস্টকে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত অবমাননা ও নিষ্ঠুরতা হিসেবে উল্লেখ করেছে।

সারাবাংলা/আরএফ/একে

ইন্দোনেশিয়া টু ফিঙ্গার টেস্ট সতীত্বের সেনাবাহিনী হিউম্যান রাইটস ওয়াচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর