ইথিওপিয়ার সরকারি বাহিনী নারী নিপীড়নে জড়িত
১২ আগস্ট ২০২১ ১৯:৪৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ০০:১৩
ইথিওপিয়ার সরকারি বাহিনী এবং সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী তিগ্রাইয়ের বিরোধপূর্ণ এলাকায় নারীর প্রতি ব্যাপক সহিংসতা চালিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল।
২০২১ সালের মার্চ-জুন মাস পর্যন্ত যৌন সহিংসতার শিকার ৬৩ নারী এবং চিকিৎসা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অ্যামেনস্টি এই প্রতিবেদন তৈরি করেছে। যাদের মধ্যে শিশু এবং অন্তঃস্বত্তা নারীও রয়েছেন।
প্রতিবেদনে অ্যামেনস্টি জানিয়েছে, ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ); ইরিত্রিয়ান ডিফেন্স ফোর্স (ইডিএফ); আমহারা রিজিওনাল ফোর্স (এএসএফ); ফ্যানো — এই সংগঠনগুলো ধর্ষণ এবং যৌন নিপীড়নের সঙ্গে জড়িত।
নিপীড়নের শিকার অন্তত ২৮ নারী জানিয়েছেন, ইরিত্রিয়ার সরকারি বাহিনী বেশিরভাগ ধর্ষণের সঙ্গে জড়িত।
বুধবার (১১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে অ্যামেনস্টি জানিয়েছে, তিগ্রাইয়ের নারী এবং কন্যাশিশুদের ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌনদাসী বানানো, নিপীড়ন এবং মৃত্যুর হুমকি দিয়ে যৌনক্রিয়ায় বাধ্য করেছে সরকারি বাহিনী।
অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সরকারি বাহিনীর এই নৃশংস কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা যায়।
সারাবাংলা/একেএম