মতিঝিল আইডিয়ালের কর্মচারী আতিকুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
৮ আগস্ট ২০২১ ১৬:৩১ | আপডেট: ৮ আগস্ট ২০২১ ১৭:৫৬
ঢাকা: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
রোববার (৮ আগস্ট) দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আতিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। আবেদনের পরিপ্রেক্ষিতের বিচারক তা মঞ্জুর করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আতিকুর রহমান খান ২০০৪ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। ২০১৫ সাল থেকে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক কলেজে প্রশাসনিক কর্মকর্তার কোনো পদ নেই। অবৈধভাবে এই সৃষ্টি করে তাকে নিয়োগ দেওয়া হয়।
আরও জানা গেছে, দেশের ১৫টি ব্যাংকে আতিকুর রহমানের ৯৭টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব ব্যাংকে ২০০৭ সাল থেকে চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত ১১০ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা লেনদেন হয়েছে।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানে অবৈধ ভর্তিসহ সব বাণিজ্যের হোতা এই আতিক।
সারাবাংলা/এআই/একে