Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১১:৩৪

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হলো। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯৫ জন। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।

শনিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরশিাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলশেন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশালের তিনজন, ভোলার তিনজন ও ঝালকাঠির দুইজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস বরিশাল বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর