Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরের ৩ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার-পিপিই দিলো রুট গ্রুপ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ২৩:৫৮ | আপডেট: ১ আগস্ট ২০২১ ১৮:১৫

ঢাকা: চাঁদপুরের তিনটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, উন্নত মাস্ক ও ওয়ান টাইম পিপিই দিয়েছে রুট গ্রুপ। শুক্রবার (৩০ জুলাই) চাঁদপুর জেলা সদর হাসপাতাল, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেলভিউ হাসপাতালে মিটারসহ ২২টি অক্সিজেন সিলিন্ডার, ৫ হাজার উন্নত মানসম্পন্ন মাস্ক, ২ হাজার ওয়ানটাইম পিপিই উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রুট গ্রুপের এমডি রাজ্জাকুল হোসেন টুটুলের পক্ষে সিলিন্ডার ও করোনা প্রতিরোধী সামগ্রী তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, আমাদের হাসপাতালে এখন কোভিড রোগী ও নন-কোভিড রোগীর সংখ্যা বেডের তুলনায় অনেক বেশি। ঠিক এ সময়ে মিটারসহ ১০টি অক্সিজেন সিলিন্ডার আমরা পেয়েছি। এতে অসহায় রোগীদের অনেক উপকার হবে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে রুট গ্রুপের অক্সিজেন সিলিন্ডার ও করোনা সামগ্রী গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশ্রাফ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল। সদর হাসপাতালের পক্ষে গ্রহণ করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল, বেলভিউ হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন ভূইয়া।

এসময় জেলা যুবলীগের সদস্য কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কাশেম আজাদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

অক্সিজেন সিলিন্ডার রুট গ্রুপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর