Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ওএমএস’র মাধ্যমে ফের চাল-আটা বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১৫:৫৯ | আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৮:২১

ঢাকা: রাজধানীতে পুনরায় ওএমএস (খোলা বাজার) কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদফতর। এর আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। বুধবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে করে ওএমএস’র বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।

বুধবার রাজধানীর হাতিরপুলে চলমান ওএমএস ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান। গত ২৪ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

খাদ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা বিক্রি হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। ঢাকায় প্রতিদিন ১০৫টি দোকানে ডিলারের মাধ্যম ১ দশমিক ৫ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়াও প্রতিদিন ২০টি ভ্রাম্যমাণ ট্রাকের প্রতিটিতে ৩ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন প্যাকেট আটা বিক্রি করা হচ্ছে। প্রতিটি ১ কেজি আটার প্যাকেটের মূল্য ২৩ টাকা। বাজারে ১ কেজি প্যাকেট আটার মূল্য ন্যূনতম ৩৬ টাকা। প্রত্যেক ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ ৩ প্যাকেট আটা ক্রয় করতে পারবেন।

এছাড়াও কঠোর বিধিনিষেধের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় গত ২৫ জুলাই থেকে দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভায় একইভাবে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এনএস