Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত ৩ চিকিৎসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১৮:৩৪

সুনামগঞ্জ: ভ্যাকসিন নিয়েও তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হওয়া তিন চিকিৎসক হলেন- সুনামগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন, হাসপাতালের বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. জহরলাল দাশ শিপলু ও হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস।

এছাড়াও সুনামগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালনকালে আরও ৪ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন- স্বপ্না হাগিদক, মাহমুদা আক্তার, খাদিজাতুল কোবরা ও ঝুউমি পিসিম। তাদের মধ্যে খাদিজাতুল হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন। অন্য তিনজন নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তিন জন চিকিৎসক ও চার জন নার্স করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই সুনামগঞ্জ সদর হাসপাতালের হাসপাতালের বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. জহরলাল দাশ শিপলু করোনা পজিটিভ হন। ১৯ জুলাই করোনা পজিটিভ হন হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন। এরপর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস ২০ জুলাই বুধবার করোনা পজিটিভ হন।

তারা সবাই করোনা প্রতিরোধে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন। ভ্যাকসিনের দুই ডোজই তারা শেষ করেছিলেন।

গতকাল শুক্রবার সুনামগঞ্জের সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬ জন করোনা পজিটিভ হয়েছেন। ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের পজিটিভ ধরা পড়েছে। তবে ঈদের আগে গত সপ্তাহে করোনা পজিটিভ সংখ্যা আরও বেশি ছিল।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, ‘ঝুঁকিপূর্ণ সময়ে মানুষকে চিকিৎসাসেবা দিতে গিয়ে আমাদের চিকিৎসক ও নার্সরা করোনা আক্রান্ত হচ্ছেন। মাঠপর্যায়ে সাধারণ মানুষকে সচতেন করতে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে তারাও কাজ করছেন।’

সারাবাংলা/এমও

ভ্যাকসিন সিভিল সার্জন সুনামগঞ্জ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর