Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইতিতে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২১ ১৫:০৪ | আপডেট: ২১ জুলাই ২০২১ ২০:২৮

ঢাকা: হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনিল মোসেকে গুলি করে হত্যার দুই সপ্তাহের মাথায় দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যারিয়েল হেনরি।

ক্যারিবীয় দেশটিতে চলমান তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রাজধানী পোর্টো প্রিন্সে মঙ্গলবার (২০ জুলাই) শপথ নেন হেনরি। প্রয়াত প্রেসিডেন্ট মোসে স্মরণে ওই দিনই এক আনুষ্ঠানিক শোকসভাও অনুষ্ঠিত হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে কয়েকজন কূটনীতিক প্রধানমন্ত্রী হিসেবে হেনরিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানালে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লাউডে জোসেফ জানিয়েছিলেন, জাতির ভালোর জন্য তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

বিজ্ঞাপন

৭১ বছর বয়সী সাবেক মন্ত্রী অ্যারিয়েল হেনরি পেশায় এক জন নিউরোসার্জন। রাজনৈতিক স্থিরতা ফিরিয়ে আনতে সমাজের বিরাজমান অসঙ্গতি নিয়ে কাজ করবেন বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন হেনরি।

প্রসঙ্গত, ৭ জুলাই নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্ট মোসেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফার্স্টলেডি গুরুতর আহত হন।

ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ফার্স্টলেডি বলেন, চোখের পলকে ঘাতকেরা ঘরে ঢুকে পড়ে। পরে বুলেট দিয়ে তারা মোসের বুক ঝাঁঝরা করে ফেলে। এমনকি, ঘাতকেরা তাকে একটা কথা বলারও সুযোগ দেয়নি।

এর আগে পুলিশ জানায়, প্রেসিডেন্টের ওই হত্যাকাণ্ডে অন্তত ২৮ জন জড়িত ছিলেন। এর মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দুজন হাইতি বংশোদ্ভূত আমেরিকান।

সারাবাংলা/একেএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো