Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধের মধ্যেও চলবে স্থলবন্দর দিয়ে অক্সিজেন আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১৭:৫৭

বেনাপোল: ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে চালু থাকবে জরুরি সেবার অংশ হিসেবে অক্সিজেন আমদানি।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে।

এছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দু’টি টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যেও যেসব আমদানিকার অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকেন তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন সেজন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

অক্সিজেন আমদানি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর