Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ১২ বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি, প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ২১:৪৭ | আপডেট: ২০ জুলাই ২০২১ ০১:৪২

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন সময়ে যুক্তরাজ‍্য প্রবাসী ১২ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটে অন্তর্ভুক্ত ১২ জনের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ (গেজেট নম্বর-২), সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (গেজেট নম্বর-৩), সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (গেজেট নম্বর-৪ ), জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক (গেজেট নম্বর-৫), সাবেকমন্ত্রী (সদ‍্য প্রয়াত) জাকারিয়া চৌধুরী (গেজেট নম্বর-৬ ), সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান (গেজেট নম্বর-৭), সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (গেজেট নম্বর-১২)।

বিজ্ঞাপন

অন্যরা হলেন- আব্দুল মজিদ চৌধুরী, সৈয়দ মোজাম্মেল আলী, আবুল খায়ের নজরুল ইসলাম, মাহমুদ আব্দুর রউফ, আফরোজ আফগান চৌধুরী।

এর আগে ২০১৯ সালে যুক্তরাজ‍্যে গঠিত ১৩১টি সংগঠনের কেন্দ্রীয় সংগঠন স্টিয়ারিং কমিটির আহবায়ক মো. আজিজুল হক ভূঁঞাকে (প্রয়াত) প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়।

এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন তাদের মধ্যে ১২ জনকে এবার স্বীকৃতি দেওয়া হলো।’ আরও যারা রয়েছেন তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা যাবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ প্রবাসী বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর