মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত-ভূমিধস, মৃত্যু বেড়ে ৩০
১৯ জুলাই ২০২১ ১৪:৩০ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৪:৩৬
ভারতের মুম্বাইয়ে চেম্বার ও ভিখ্রোলি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ঘটা ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি।
সোমবার (১৯ জুলাই) রাজ্য সরকারের মুখপাত্র সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মুম্বাইয়ে টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাত হয়। শহরের উপকণ্ঠে ভূমিধসে বহু বাড়িঘর ভেঙে পড়ে। বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসাবশেষের নিচে এখনো আটকা রয়েছেন বহু মানুষ।
রোববার (১৮ জুলাই) থেকেই মুম্বাইয়ে দুর্যোগকালীন রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে, মুম্বাইয়ে ভূমিধসে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী মোদি মৃতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়াও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তারও ঘোষণা দিয়েছেন মোদি।
অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্তের পরিবারকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ১২ ঘণ্টায় মুম্বাইয়ে রেকর্ড ১৭৬.৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শহরের নিচু এলাকা, যেমন চুনাবাটি, সিওন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বার ও কুরলা এলবিএস রোডে বৃষ্টির পানি বন্যা সৃষ্টি করেছে। এতে ভুমিধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মুম্বাইয়ের আন্তঃশহর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সারাবাংলা/একেএম