Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় ১শ অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
১৭ জুলাই ২০২১ ২০:৪৩

ফাইল ছবি

নিজের নির্বাচনি আসন গোপালগঞ্জ-৩-এর জন্য একশ অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ৫০টি সিলিন্ডার টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি ৫০টি সিলিন্ডার কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জুলাই) টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম ও কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন।

বিজ্ঞাপন

পরে অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর (হাসপাতালের) প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস ও কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। বাসস।

সারাবাংলা/টিআর

অক্সিজেন সিলিন্ডার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর