Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গরিবের কষ্টে শেখ হাসিনার হৃদয়েও রক্তক্ষরণ হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ১৮:১০

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, লকডাউনে গরিব মানুষের কষ্ট হয়। সেই কষ্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়েও রক্তক্ষরণ হয়। কিন্তু লকডাউন না মেনে পরিবারের কর্মক্ষম ব্যক্তিটি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান; তাহলে সেই পরিবারটি তো অসহায় হয়ে পড়বে। তাই লকডাউনের সাময়িক ষ্ট মেনে নিয়ে সচেতন থাকতে হবে, তাহলে করোনার প্রকোপ কমে যাবে এবং পরবর্তীতে আর লকডাউনের প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জুলাই) নগরীর লালখান বাজারে শহীদ নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরিব-নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল-ডাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী নওফেল বলেন, করোনা সংক্রমণের কারণে বাধ্য হয়ে সরকারকে লকডাউন ঘোষণা করতে হচ্ছে। লকডাউনে গরিব মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল দরজা খুলে দিয়েছেন। সাধারণ মানুষকে যতটুকু সম্ভব খাবার ও অর্থ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। প্রধানমন্ত্রী চান লকডাউনে মানুষ ঘরে থাকুক। লকডাউন চলুক কিংবা শিথিল থাকুক, সকলে যেনো মাস্ক পরে থাকেন। মাস্ক পরাটা শতভাগ নিশ্চিত করতে পারলে করোনা বাংলাদেশে অনেকাংশে কমে যাবে।

এদিকে, লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, কাউন্সিলর আঞ্জুমান আরা।

সারাবাংলা/আরডি/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস লকডাউন শিক্ষা উপমন্ত্রী নওফেল শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর