Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ০০:৪৭ | আপডেট: ১৩ জুলাই ২০২১ ০০:৫৩

ঢাকা: বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপনে ট্রাস্টি বোর্ডের মেয়াদ তিন বছর রাখা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। রোববার (১১ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮’র ৫নং ধারা অনুযায়ী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করবেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ হিসেবে থাকবেন মহিলা আসন-১১’র সংসদ সদস্য বেগম আরমা দত্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকার বলে বোর্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সুপ্ত ভূষণ বড়ুয়াকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১২ সদস্য বিশিষ্ট পুণর্গঠিত বোর্ডের অন্য ট্রাস্টিরা হলেন— চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত ডা. দ্বিজেন্দ্র লাল বড়ুয়ার ছেলে মিথুন রশ্মি বড়ুয়া, লোহাগাড়া উপজেলার অরুণ বড়ুয়ার স্ত্রী ববিতা বড়ুয়া, খাগড়াছড়ি সদরের জীবানানন্দ চাকমার স্ত্রী রুপনা চাকমা। বান্দরবান পৌরসভার মৃত ক্য মং চৌধুরী ছেলে মং ক্য চিং চৌধুরী, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মিহির রঞ্জন বড়ুয়ার ছেলে রঞ্জন বড়ুয়া, রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বান্দর্য্যা তঞ্চঙ্গ্যার ছেলে জয় সেন তঞ্চঙ্গ্যা এবং কুমিল্লার লালমাই উপজেলার মৃত মনমোহন সিংহের ছেলে জ্যোতিষ সিংহ।

বিজ্ঞাপন

পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের মেয়াদকাল ২৫ জুলাই থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যক্রর থাকবে। কোনো কারণ দর্শানো ছাড়াই সরকার যেকোনো ট্রাস্টির নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে কোনো ট্রাস্টি ইচ্ছা করলে বোর্ডের চেয়ারম্যান বরাবর তার পদত্যাগ পত্র জমা দিতে পারবেন বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জেআর/এনএস

ট্রাস্টি বোর্ড পুনর্গঠন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট