ঢাকা: রাজধানীর গুলশান চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত এএসআই লিটন মিয়া রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রোববার (১১ জুলাই) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় গতকাল (১০ জুলাই) একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।
ইফতেখারুল ইসলাম জানান, ঘাতক চালককে গাড়িসহ গ্রেফতার করা হয়েছে।