Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার ভ্যাকসিন কিনছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২১ ১৮:৪১ | আপডেট: ১০ জুলাই ২০২১ ২২:১৬

সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং | ইন্টারনেট

চলতি মাসেই রাশিয়ায় উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ২০ লাখ ডোজ হাতে পাবে মিয়ানমার। দেশটিতে করোনা সংক্রমণ এবং কোভিডজনিত মৃত্যু বাড়তে থাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন জান্তা প্রশাসনের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

শনিবার (১০ জুলাই) মিয়ানমার সেনাবাহিনীর মালিকানাধীন মায়াবতী টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এ খবর জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান।

এ ব্যাপারে তিনি বলেন, করোনার দ্রুত সংক্রমণের মুখে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে মিয়ানমার। সে দেশের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা মিয়ানমারের সেনাপ্রধানকে আশ্বস্ত করে বলেছেন রাশিয়ায় উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ২০ লাখ ডোজ অনতিবিলম্বে পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

এর আগের মাসে, রাশিয়ার কাছ থেকে ৭০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনতে চেয়েছিল মিয়ানমার।

চলতি বছরের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। একইসঙ্গে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মীকে সামরিক হয়রানির মধ্যে ফেলা হচ্ছে, জেলে বা গৃহবন্দি করে সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে।

সর্বশেষ শুক্রবার (৯ জুলাই) মিয়ানমারে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার হাজার ৩২০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে, কোভিডজনিত কারণে ৬৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, মিয়ানমারের গণতন্ত্রপন্থিদের ধরে জেল নেওয়ার কারণে সেখানে স্থান সংকুলান হচ্ছে না। তার মধ্যেই জেলখানাগুলোতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় ইনসেইন জেলখানায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

অন্যদিকে মিয়ানমারে করোনা সংক্রমণ মোকাবিলায় যারা কাজ করছেন তাদের আশঙ্কা, দেশটিতে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা জান্তা প্রশাসনের দেওয়া পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। বিশেষ করে অভ্যুত্থানের কারণে করোনা পরীক্ষাব্যবস্থা ভেঙে পড়া এবং স্বাস্থ্যকর্মীদের জান্তাবিরোধী ধর্মঘটে অংশগ্রহণের ফলে প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ বলে মনে করছেন তারা।

অপরদিকে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশ জান্তা প্রশাসনকে স্বাগত জানিয়েছে। তাদের মধ্যে অন্যতম রাশিয়া। কিছুদিন আগেই, মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফর করেছিলেন। তারপর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ মোকাবিলায় রাশিয়ার ভ্যাকসিন আসবে, এ ব্যাপারে জোর গুঞ্জন চলছিল।

সারাবাংলা/একেএম
বিজ্ঞাপন

আরো