।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর শান্তিনগরে একটি অ্যাপার্টমেন্টে লিফটের দরজায় আটকে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। লিফটের সেন্সর ঠিকমতো কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। নিহত শিশুর নাম আলভিরা।
বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।
এসআই রেজাউল বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে খবর পেয়ে শান্তিনগরে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের গ্রিন পিস অ্যাপার্টমেন্টের (৪১, চামেলীবাগ, পপুলার ডায়গনস্টিকের বিপরীতের) ওই বাসায় ছুটে যাই। পরে তাকে উদ্ধারে করে হাসপাতালে পাঠানো হয়।
আলিবাবা ডোরের সত্বাধিকারী মোহাম্মদ আলী শিশুটির দাদা। তার বাবার নাম শিপলু চৌধুরী আর মা রুনী বেগম।
আলভিরার স্বজন মাহমুদ সুজন নামে একজন বলেন, আলভিরার মায়ের জন্মদিন ছিল আজ। জন্মদিন উপলক্ষে বাবা শিপলু, মা রুনী ও একমাত্র কন্যা আলভিরাকে নিয়ে ১৫ তলা থেকে বাইরে বেরোচ্ছিলেন। হঠাৎ লিফটের সেন্সর কাজ না করায় দরজার মাঝখানে চাপা পড়ে যায় শিশু আলভিরা। পরে তাকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারেনি।
সুজন বলেন, ‘মারা যাওয়ার আগেও বাবার হাত পরম স্নেহে আঁকড়ে ছিল আলভিরা। সব যেন নিমিষেই শেষ হয়ে গেল।’
ওই ভবনের বাসিন্দাদের অভিযোগ লিফট ত্রুটিপূর্ণ ছিল। মাঝে মধ্যে আটকে যেত তবুও মেরামত করা হয়নি।
ভবন পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর মিয়া বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। লিফট সরবরাহকারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।
সারাবাংলা/ইউজে/এমএইচ/একে