Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি শিক্ষার্থীদের হল ফি মওকুফ, ভর্তি নিয়ে সিদ্ধান্ত পরে

কুবি করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৮:১৮

কুবি: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে করোনার সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের এ বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা করোনাকালে যতদিন হলে উঠতে পারবেন না, ততদিন পর্যন্ত আবাসিক হল ফি ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পরিবহন ফি বছরে দেওয়া হয়, কেউ যদি দিয়ে থাকে তাহলে সেটা পরের বছরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অথবা যদি স্নাতকোত্তরের শিক্ষার্থী হন, যার পরের বছর নেই, সেই ক্ষেত্রে তার জামানতের টাকার সঙ্গে সব ফেরত দেওয়া হবে।’

তবে স্নাতকোত্তরের ভর্তি ফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে স্নাতকোত্তরের ভর্তি ফি ও হল ফি কমানোর দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

সারাবাংলা/এমও

কুবি শিক্ষার্থী মওকুফ হল ফি