Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর‘র প্রধান সূচক ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৭:৪৫ | আপডেট: ৫ জুলাই ২০২১ ১৯:৫৩

ঢাকা: টানা চারদিন পর লেনদেন শুরুর দিনে পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। সোমবার (৫ জুলাই) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ পয়েন্টে উন্নীত হয়। এটি আগের ৪১ মাসের মধ্যে একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান।

এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি সূচক ছয় হাজার ২০০ পয়েন্টের ঘরে অবস্থান করেছিল। ওই দিনের পর সোমবার ডিএসইর প্রধান সূচক সর্বোচ্চ অবস্থানে উন্নীত হলো।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে ৩৭৩টি কোম্পানির ৬৩ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১১৯টির এবং ১১টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা।

এর আগে গত বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৬ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৪টি কোম্পানির ২ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ২১২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ৫২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন এর পরিমাণ ছিল ৭৮ কোটি ৮২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৪০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ঊর্ধ্বমুখী টপ নিউজ পুঁজিবাজার সূচবক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর