Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিরাইয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৮:০১

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. লেচু মিয়া (২৮)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটি ধল গ্রামের মো. হামিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জুলাই) দুপুরে বাড়ির সীমানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকটির একপর্যায়ে একই গ্রামের মো. আব্দুস শহীদের ছেলে মো. জেন্টু মিয়া হাতে থাকা ছুরি দিয়ে লেচুর শরীরে আঘাত করে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক আহতের স্বজনরা তাকে স্থানীয় দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকরা লেচুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সোমবার (৫ জুলাই) দুপুর আড়াইটায় মারা যান।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কারণসহ আলামত সংগ্রহ করেছেন।

তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লাল মিয়া খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি ধরতে ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এমও

যুবক খুন সীমানা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর