ঢাকার রাস্তায় সেনা টহল
১ জুলাই ২০২১ ১৩:০০ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৫:৩৫
ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাতটা থেকেই রাজধানীর ধানমন্ডি, তেজগাঁও, মহাখালী, উত্তরখান, দক্ষিণখান, গাবতলী, মোহাম্মদপুর ও পুরান ঢাকার অনেক এলাকায় সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়। সড়কের মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি করতেও দেখা গেছে।
সরকারি কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের প্রথম দিনে রাজধানীর সড়ক অনেকটা ফাঁকা রয়েছে। তবে অলিগলির বেশিরভাগ দোকানপাট খোলা থাকায় লোকজনের জটলা রয়েছে। দিনভর থেমে থেমে বৃষ্টির হানা থাকায় লোকজন বাইরে কম বের হয়েছেন বলে মনে করছেন অনেকেই।
সারাদেশে কত সংখ্যক সেনা সদস্য দায়িত্ব পালন করবে- এ বিষয়ে আইএসপিআর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া না হলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনা-বিজিবি-পুলিশ-র্যাব ও আনসার নিয়োগ এবং টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে বিশেষ কোনও কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এই বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সশস্ত্র বাহিনীকে মোতায়েন রাখা হবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন।
সারাবাংলা/ইউজে/এএম