মগবাজারের বিস্ফোরণে নিহত ৭
২৭ জুন ২০২১ ২০:৩৩ | আপডেট: ২৭ জুন ২০২১ ২৩:৫৫
ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় সাত জন নিহত এবং অর্ধশত আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
রোববার (২৭ জুন) রাত পৌনে আটটার দিকে ওয়ারলেস গেইটের কাছে আড়ংয়ের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান। কিন্তু হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
রাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, ‘মোট সাতজন নিহত হয়েছেন। প্রায় ৫০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এর আগে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান জানিয়েছিলেন, নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, আড়ং সেন্টার ভবনের নিচ থেকে ওপর পর্যন্ত ওয়ালের যত গ্লাস আছে তার সবই ভেঙে পড়েছে আড়ংয়ের নিরাপত্তা কর্মী মাহবুব সারাবাংলাকে বলেন, ‘আমাদের ভবনে কোনো বিস্ফোরণ ঘটেনি। সড়কের দক্ষিণ দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই শব্দে আশেপাশের ভবনের গ্লাস ভেঙে পড়ে।’
সরেজমিনে আরও দেখা যায়, ৭৯ আউটার সার্কুলার রোডের ভবনটির নিচতলায় বিস্ফোরণ ঘটে। এরপর আশেপাশের ভবনগুলোর গ্লাস ভেঙে যায়। বিস্ফোরণের সময় বিশাল সেন্টারের সামনে দিয়ে যেসব গাড়ি চলাচল করছিল সেইসব গাড়ির জানালার কাচ ভেঙে রাস্তায় পড়ে আছে। ওইসব বাসের যাত্রীদের অনেকেই হতাহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে সিঙ্গারের শোরুম। ওই শোরুমের ম্যানেজার তামজিদ সারাবাংলাকে বলেন, ‘গোডাউন থেকে ফ্রিজ নিয়ে এসে গাড়িতে উঠিয়ে দিয়েছি মাত্র। হঠাৎ-ই ভবনের ভেতরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ের গ্লাসগুলো ভেঙে গায়ে এসে পড়ে।’
এদিকে এই বিস্ফোরণে দগ্ধ ও আহত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট ও জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম