Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর লকডাউনের ঘোষণায় ভিড় বাড়ছে শিমুলিয়া ফেরিঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১২:১৪ | আপডেট: ২৬ জুন ২০২১ ১৫:১৩

মুন্সীগঞ্জ: সোমবার থেকে দেশজুড়ে ‘কঠোর লকডাউন’ এর ঘোষণা ভিড় বাড়ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। শনিবার (২৬ জুন) সকাল থেকে ফেরিঘাটে যাত্রীদের ভিড় ও ব্যক্তিগত যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় কর্তৃপক্ষ জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা আসছে; এমন সংবাদের পর থেকেই গন্তব্যে যেতে মরিয়া উভয়পারের যাত্রীরা।

মাওয়া নৌ-পুলিশের পরিদর্শক সিরাজুল কবির জানান, ১৪টি ফেরি জরুরি সেবার যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে মানবিকতা বিবেচনায় যাত্রী ও ব্যক্তিগত যানবাহনও পারাপার করা হচ্ছে।

তিনি আরও জানান, ফেরিঘাটে ভিড়লে যাত্রীদের ভিড় বাড়ছে। এছাড়া মোটামুটি ফাঁকায় রয়েছে ঘাট এলাকা।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাফিক ও জেলা পুলিশের একাধিক চেকপোস্ট রয়েছে। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া প্রতিটি উপজেলাসহ জেলা সদরেই ছয়টি চেকপোস্ট রয়েছে। জরুরি সেবাসমূহের দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সারাবাংলা/এএম
বিজ্ঞাপন

আরো