Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চূড়ান্ত তালিকায় আরও ৩ হাজার বীর মুক্তিযোদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১৯:২৭

ঢাকা: একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন পর্যায় থেকে অংশ নেওয়া আরও ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেছে সরকার। এ নিয়ে চতুর্থ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ জুন) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

চূড়ান্ত তালিকা টপ নিউজ বীর মুক্তিযোদ্ধা