সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১৩:২৬
২৪ জুন ২০২১ ১৩:২৬
সাতক্ষীরা: চলমান লকডাউনের ভেতর করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ নিয়ে মারা গেলেন ২৯৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে; যা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৭ দশমিক ২২ শতাংশ।
এদিকে জেলা শহরে ঢিলেঢালাভাবেই পালিত হচ্ছে ‘লকডাউন’। শহরের অধিকাংশ দোকানপাট আংশিক খোলা রয়েছে। সেই সাথে রয়েছে শহর ও গ্রামাঞ্চলের হাটবাজার গুলোতে প্রচুর জনসমাগম। মানা হচ্ছে না সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি।
সারাবাংলা/এএম