Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২১ ২০:৫৬

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ জুন) দলের পুরানা পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। এরপর রোববার (২০ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ খবর জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটিতে তত্ত্বাবধায়ক করা হয়েছে মাওলানা গাজী আতাউর রহমানকে।

অন্যরা হলেন— প্রধান সমন্বয়কারী মাওলানা মো. ইমতিয়াজ আলম, সমন্বয়কারী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির।

সদস্যরা হলেন- শেখ ফজলুল করীম মারুফ, ইলিয়াস হাসান, কে এম শরীয়াতুল্লাহ, নূরুল বশর আজিজী, ইশতিয়াক আল আমীন, মো. আখতারুজ্জামান ও সাইফুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— শনিবার (১৯ জুন) অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজী, যুবনেতা সাইফুল ইসলামসহ অন্যরা অংশ নেন।

সারাবাংলা/এজেড/এমও

ইসলামী আন্দোলন প্রচার ও মিডিয়া উপকমিটি মিডিয়া

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর