চুলে ফুল গুঁজে সু চির জন্মদিন পালন
২০ জুন ২০২১ ০৮:৫৩ | আপডেট: ২০ জুন ২০২১ ১০:৫৬
মিয়ানমারের জান্তা প্রশাসনের হাতে বন্দি দেশটির স্টেট কাউন্সিলর এবং সংসদে সংখ্যাগরিষ্ঠ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রধান অং সান সু চির ৭৬তম জন্মদিন উপলক্ষে চুলে ফুল গুঁজে সংহতি প্রকাশ করেছেন গণতন্ত্রপন্থি আন্দোলনের কর্মীরা।
শনিবার (১৯ জুন) মিয়ানমারের রাজধানী নেইপিডোতে এমন দৃশ্যের দেখা মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে সু চিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। যে সূত্রে আগামী সপ্তাহে ফের আদালতে তোলা হতে পারে সু চিকে।
এদিকে, মিয়ানমারের নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় সু চি-র মতো করে চুলে ফুল গুঁজে ছবি পোস্ট করার ট্রেন্ড তৈরি করেছিলেন। এতে অংশ নেন মিস ইউনিভার্স খেতাব জয়ী থুজার উইন্ট লুইন। লাল ফুল দিয়ে চুল সাজিয়ে ছবি পোস্ট করে তিনি লিখেন, নেত্রী যেনো সুস্থ থাকেন।
অন্যদিকে, ইয়াঙ্গুনে পোস্টার টানিয়ে সু চিকে জন্মদিনের শুভেচ্ছা জানান সেনাশাসনবিরোধী আন্দোলনের কর্মীরা। পাশাপাশি, সু চির পাশে থাকার বার্তাও দিয়েছেন তারা।
এর বাইরেও, সীমান্ত সংলগ্ন কারেন প্রদেশ থেকে কয়েকজন সশস্ত্র আন্দোলনকারীর ছবি ভাইরাল হয়েছে। তাদের এক হাতে বন্দুক আর অন্য হাতে নানান রঙের ফুলের তোড়া। আর সকলেই কানের পিছনে ফুল গুঁজে রেখেছিলেন।
অপরদিকে, মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাওয়েই শহরে গোলাপি রঙের বিশালাকার কেক কেটে সু চির জন্মদিন পালন করেন তার সমর্থকরা।
তবে, জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিলেও সকলেই সু চির প্রশংসায় সবাই মুখর, তেমনটা নয়।
স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক আন্দোলনকারী বলেছেন, আজ সু চির পাশে আছেন কারণ তিনি অন্যায়ভাবে বন্দি রয়েছেন। কিন্তু, একইসঙ্গে রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে হওয়া অত্যাচারের সময় তিনি চুপ ছিলেন কেন? মুক্তির সু চিকে এর কারণ দর্শাতে হবে।
সারাবাংলা/একেএম