লকডাউন : প্রশাসনের বাধায় পণ্ড ২ বিয়ের আয়োজন
১৮ জুন ২০২১ ২০:১৯ | আপডেট: ১৮ জুন ২০২১ ২০:৩১
চট্টগ্রাম ব্যুরো : করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সরকারিভাবে ঘোষিত লকডাউন উপেক্ষা করে আয়োজিত দুই বিয়ের অনুষ্ঠান প্রশাসনের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় দুই কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে জরিমানাও করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নন্দন পার্ক ও তাজ পার্ক নামে দুই কমিউনিটি সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই কমিউনিটি সেন্টারে পৃথক বিয়ের আয়োজনে প্রায় এক হাজার লোকের খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় সহকারী কমিশনার তাহমিনা আক্তার আয়োজন বন্ধের নির্দেশ দেন। নির্দেশ পেলে আয়োজকরা পিকআপ ভ্যানে করে রান্না করা খাবারগুলো নিয়ে যান। কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ বুকিং বাতিল এবং জনসমাগম না করার প্রতিশ্রুতি দেন। এরপর দুই কমিউনিটি সেন্টারকে সাত হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার তাহমিনা আক্তার সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, বিয়ের মূল আয়োজনটা করা হয়েছিল কমিউনিটি সেন্টারে। কিন্তু দেশব্যাপী লকডাউনে কমিউনিটি সেন্টার বন্ধ রাখা এবং সব ধরনের জনসমাগম বন্ধের নির্দেশনা আছে। আমরা বিয়ের আয়োজন বন্ধের নির্দেশ দিলে তারা টেবিল উঠিয়ে ফেলেন এবং খাবারগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় বাড়িতে নিয়ে যান। সরকারি নির্দেশনা অমান্য করায় দু’টি কমিউনিটি সেন্টারকে জরিমানা করা হয়েছে। এছাড়া লকডাউন চলাকালীন আর কোনো আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
সারাবাংলা/আরডি/একে
করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ের আয়োজন