Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: ফখরুল


১৭ জুন ২০২১ ১৯:০০ | আপডেট: ১৭ জুন ২০২১ ১৯:৪৭

ঢাকা: পুরানো রোগের জটিলতায় খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’ উল্লেখ করে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে তিনি এ দাবি জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন, তার (খালেদা জিয়া) করোনা হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ চার বছর কারাগারে থাকায় এবং তার চিকিৎসা না হওয়ার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। এবং তার একটা পুরানো অসুখ যেটা তাকে অত্যন্ত কষ্ট দেয়- সেটা হলো আর্থাইটিস। এইসব মিলিয়ে উনি অত্যন্ত অসুস্থ আছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘উনার পরিবার সরকারের কাছে আবেদন করেছে যে, তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। সরকারকে আহ্বান জানাব, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। তাকে মুক্তি দেওয়া হোক। কারণ তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে।’

এ সময় খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএফএম আবদুল আলীম নকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, মহানগর উত্তরের এজিএম শামসুল হক, তুহিরুল ইসলাম তুহিন, এবিএমএ আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পোস্ট কোভিড নানা জটিলতার কারণে গত ২৭ এপ্রিল খালেদা জিয়া বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

অত্যন্ত অসুস্থ জটিলতা টপ নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর