Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি করোনা চিকিৎসায় পানি ভবনে মেডিকেল সেন্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ০০:৪৭

ঢাকা: পানিসম্পদ মন্ত্রণালয় ও অধীনস্থ অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীদের জরুরি করোনাভাইরাইসের চিকিৎসা সেবা দিতে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে মেডিকেল সেন্টার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এবং উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এর উদ্বোধন করেন।

এসময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে আমাদের কর্মকর্তারা কোভিড চ্যালেঞ্জের মধ্যে কাজ করে যাচ্ছে। তাই জরুরি প্রয়োজনে চিকিৎসা নিশ্চিতে এই উদ্যোগ। এটা সবাইকে কাজে আরও সাহস দেবে বলে আশা করি।’

বিজ্ঞাপন

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী,পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড মেডিকেল সেন্টারে ১৩টি বেড রয়েছে। এর মধ্যে ৫টি আইসিইউ বেড এবং ১টি অ্যাম্ব্যুলেন্স আছে। চব্বিশ ঘণ্টা এখানে চিকিৎসক থাকবেন।

কোভিড আক্রান্ত রোগীর জরুরি পরিস্থিতি মোকাবিলায় সবরকম প্রস্তুতি রয়েছে রয়েছে বলে জানিয়েছেন সেন্টার ইনচার্জ ডা. শাহেদ।

সারাবাংলা/জেআর/এমও

করোনা চিকিৎসা পানি ভবন মেডিকেল সেন্টার