Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সীমান্তে ভারতফেরত ৬ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট কসেপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৪:০৪ | আপডেট: ১৪ জুন ২০২১ ১৪:২৭

সাতক্ষীরা: অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদ্রায় অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, আটকরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানব পাচারকারীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এমও

বাংলাদেশি আটক সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর