Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ২০:৩৭ | আপডেট: ১২ জুন ২০২১ ২০:৫০

নারায়ণগঞ্জ: গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দে‌শের এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে নতুন ভবন নির্মাণ হয়নি। করোনার মধ্যে আমাদের শিক্ষা কার্যক্রম থেমে নেই। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ডিজিটাল হয়েছে। ফলে চরম দুর্যোগের মধ্যেও অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুন) বিকে‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও ভোলা‌বো ইউনিয়নের বি‌ভিন্ন এলাকায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নব‌নি‌র্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ন, ‘রাজনীতি করতে গেলে সব সময় দুটি পক্ষ থাকে। একটি পক্ষ দেশের কল্যাণে, যারা দেশের মানুষের কল্যাণে শুধু কাজ করে যায়। আরেকটা পক্ষ শুধু বদনাম করে। আমরা হচ্ছি কাজের পক্ষে, উন্নয়নের পক্ষে। আমরা আপনাদের (রূপগঞ্জবাসীর) পক্ষে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়ন করে যাব। আমরা কাজ করে যাচ্ছি। কাঞ্চনবাসীর পাশে ছিলাম, আল্লাহ যতদিন বাঁচি‌য়ে রাখবেন ততদিন আপনাদের জন্য কাজ করে যাব।’

শিক্ষার্থীদের উদ্দেশে তরুণ এই শিল্প উদ্যোক্তা বলেন, ‘তোমাদের জানতে হবে বঙ্গবন্ধুর ইতিহাস, রূপগঞ্জের ইতিহাস, কাঞ্চনের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস। রূপগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আমার বাবা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বার বার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন। তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী আমাদের নতুন ভবন দিয়েছেন।’

স্কৃল কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সুন্দর ভবন পেয়েছেন। আমি আমাদের কাছে চাই সুন্দর রেজাল্ট। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে না, আমি তা মেনে নেব না। শিক্ষাপ্রতিষ্ঠানে যত বেশি উন্নয়ন হবে, আমাদের আগমন তত বাড়বে।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খেলাধুলা খুব পছন্দ করি। আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে আছি। যদি ক্রিকেটের সামগ্রী লাগে, আমাকে বলবেন। আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে পাঠিয়ে দেবো। রূপগঞ্জের প্রত্যেকটা স্কুলে একটি করে টিম হবে। সব স্কুল নিয়ে খেলা হবে। খেলাধুলা এবং বিনোদনের জন্য সব সময় গাজী পরিবার আপনাদের পাশে আছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন- কাঞ্চন পৌর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক গোলাম রসুল ক‌লি, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক কার্যকরী সদস্য এমা‌য়েত হো‌সেন, আওয়ামী লী‌গ নেতা তা‌বিবুল কা‌দির তমাল ও ম‌তিউর রহমান আকন্দ, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া, ভোলা‌বো ইউনিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হো‌সেন খান, সাধারণ সম্পাদক হাসান আশকারী, সাংগঠ‌নিক সম্পাদক অ্যাড‌ভো‌কেট তা‌য়েবুর রহমানসহ স্থান‌ীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ম‌হিলা লীগ, যুব ম‌হিলা লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, নবনির্মিত ভবনগুলো শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পে বাস্তবায়ন করা হয়। এর ম‌ধ্যে কাঞ্চন পৌরসভার মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যালয়, ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের চারতলা প্রতিটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫৮ লাখ টাকা ও কাঞ্চন পৌরসভার নবাব আসকারি উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লাখ টাকা।

সারাবাংলা/পিটিএম

উন্নয়ন গাজী গোলাম মর্তুজা পাপ্পা গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক টপ নিউজ ব্যাপক শিক্ষা খাত শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর