২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস
৭ জুন ২০২১ ২২:৫৫ | আপডেট: ৭ জুন ২০২১ ২৩:০৫
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়েছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্য এই অর্থবছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরী দেওয়া অর্থের চেয়ে ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দেওয়া এই সম্পূরক বাজেটে।
নির্দিষ্টকরণ সম্পূরক বিল-২০২১ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।
চলতি অর্থ বছরে মূল বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ১৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বেড়েছে ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা। আর ২৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় কমেছে ২৯ হাজার ১৭ কোটি টাকা। হ্রাস-বৃদ্ধিসহ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৯৮৩ কোটি টাকায়।
বিল পাসের আগে বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবিসহ ১৯টি মঞ্জুরী দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদে উপস্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধী দলের সদস্যরা মোট ১৯০টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে সমঝোতার ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও স্বাস্থ্যসেবা বিভাগের দু’টি দাবির ওপর আলোচনা হয়। ছাঁটাই প্রস্তাবের ওপর আলাচনা করেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও বেগম রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন ও রুমীন ফারহানা।
সম্পূরক বাজেটে সর্বোচ্চ ২ হাজার ৮৯০ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৮৫০ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকা রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ খাতে, তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৯০৫ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে। এছাড়া চতুর্থ সর্বোচ্চ পানিসম্পদ মন্ত্রণালয় খাতে ১ হাজার ৩৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা এবং পঞ্চম সর্বোচ্চ ১ হাজার ৫কোটি ১৫ লাখ ৫৬ হাজার টাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে রয়েছে।
এর আগে, ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও সরকারি দলের আমির হোসেন আমু।
এরপর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পূরক বাজেটের ওপর সমাপনি বক্তব্য দেন। বাসস।
সারাবাংলা/টিআর
২০২০-২১ অর্থবছরের বাজেট সম্পূরক বাজেট সম্পূরক বাজেট পাস সংসদ অধিবেশন